আমায় লুটে নিয়ে যায় -
এইচ বি রিতা
Published on: আগস্ট 1, 2016
যে যেদিকে পারে আমায় লুটে নিয়ে যায়
হৃদয় হতে প্রেম, প্রেমাগার হতে প্রভা
বিশ্বাসের ঘুম,আস্থার বুক চিরে সুখ
প্রশ্নের ভাঁজে ভাঁজে দুঃখ পোড়া গন্ধ
এক’পা দু’পা অনুকম্পায় গিরগিটির মত;
যে যেদিকে পারে আমায় লুটে নিয়ে যায়!
কোলাহল বিচ্ছিন্ন মমতাহীন একাকীত্ব
অপরিশুদ্ধ ব্যর্থতায় মুখোশের আড়ালে মানুষ
সুনীলের বুকে বিচ্ছিরি আঁধার,
প্রাপ্তির উঠোনে শব্দহীন দৈন্যতা
কারো স্মৃতিচারণে পিচ্ছিল বদান্যতা
অসৎ সুখের আবর্জনায় জিতে যাওয়ার পরিতৃপ্তিতে;
যে যেদিকে পারে আমায় লুটে নিয়ে যায়!
লাজুক বয়ঃসন্ধির গায়ে রক্তকরবী
ফুলে ফেঁপে নদীর বানে ভরপুর ভরাট জমিন
অঙ্গীকারে গোপন ভাংচুর;
তবু বুকে পুষে অচেনা পথ সমযোতা
খড়কুটোর মত আমায় জমিনে ফেলে দিয়ে যায়;
যে যেদিকে পারে আমায় লুটে নিয়ে যায়!
তবু নির্লজ্জ হিয়া ভালবাসার বুনোগন্ধে
অনর্গল ভিজে যেতে যেতে ক্ষনিক মোহে
কিশোরীসুলভ অভিমানে মেঘের আড়ালে নিছক দন্ধে
মনোকামনার অবসান চায়;
একাকীত্বের দ্রোহকালে অগনিত জারজ ভ্রূণ পুঁতে
যে যেদিকে পারে আমায় লুটে নিয়ে যায়!

Add to favorites
2,456 views