আমি এবং আমরা -
জিনিয়া আফরোজ
Published on: ডিসেম্বর 28, 2016
চলুন আজ কিছু মজা লুটে নেওয়া যাক, চলুন আজ
সবাই
এক কাতারে দাঁড়াই। ওরা তো বিধবা,ডিভোর্সী,
ওদের কান্নায় আমাদের কি আসে যায়!
চলুন লাথি দিয়ে ছুড়ে ফেলে দেয় রাস্তার ধারে
শুয়ে থাকা মানুষগুলোকে, ওরা তো ভাই সমাজের
কাছে বোঝা,আপনার কাছে বোঝা,আমার কাছে
বোঝা। চলুন বৃদ্ধাশ্রমে পথ চেয়ে থাকা জননীর
চোখের জলকে পুঁজি করে,
নিজেকে প্রতিষ্ঠিত করি সমাজের উঁচু স্তরে।
আসুন আজ প্রশাসনের চোখে কালো পর্দা
বেঁধে দেই,
যে যাকে যেভাবে পারবে নির্যাতন করুক,
সব ভেঙ্গে গুড়িয়ে দিক,
তাতে কি বা আসে যায় আপনার,আমার,আমাদের?
চলুন ক্ষমতার অপব্যবহার করি,
পাচার করে দেয় দেশের মূল্যবান সম্পদ,
কে ধরতে আসবে আপনাকে, আমাকে?
চলুন না মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা মানুষের কিছু দুর্লভ
ছবি তুলি,
এমন সুযোগ জীবনে আর নাও আসতে পারে,
কি দরকার মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা কাউকে
বাঁচানোর?
আজ আসুন মানবতাকে বিসর্জন দেয়,
চোখে রঙ্গিন চশমা লাগাই,
সবকিছুকে চলুন রঙ্গিন দেখি!
টাকা,ক্ষমতা,নারী।

Add to favorites
834 views