আমি বলছিনা ভালবাসতেই হবে -
এইচ বি রিতা
Published on: মে 3, 2014
আমি বলছিনা ভালবাসতেই হবেই
আমি চাই,
তুমি আমার বটবৃক্ষ হয়ে,
তোমার ছায়ায় আমায় ঢেকে রাখো।
আমার অনাকাংখিত জেগে উঠা দ্বিপ্রহরে
নিশি প্রহরী হয়ে আমার চোখের পাতায় ঘুম এঁকে দাও।
আমি বলছিনা পাশে বসতেই হবে
আমি চাই,
ঝড় শেষে ফাগুনী হাওয়া হয়ে
আমার দিশেহারা উড়ন্ত চুলে অধরটি একবার ছুঁয়ে যাও।
আমি বলছিনা মায়ার বাঁধনে আমায় জড়াতেই হবে
আমি চাই,
আমার ক্লান্তির শেষে কিংবা
নিরাশার পড়ন্ত বেলায়, আমার সাথে কিছুটা পথ হাঁটো।
দিন শেষে আমার একাকী রাতে,
কষ্ট হয়ে আমার গায়ে লেগে থাকো
বিষন্ন আমায় আনমনে পথের ধারে শুন্যে চেয়ে থাকতে দেখে,
তোমার সঞ্চিত ভালবাসা থেকে
একফুটা করুনার দৃষ্টি আমার দিকে ছুড়ে দাও।
বলছিনা ভালবাসতেই হবে…
বলছিনা, সন্ধ্যামালতি বা রক্তকরবী এনে খোঁপায় পড়িয়ে দিতেই হবে
বেল ফুল নয় গিরি-মল্লিকা এনে দাও। তাতেই চলবে।
বলছিনা ভালবাসতেই হবে….
আমি চাই,
মনের ভুলে, ভুল করে আমায় দেখে একটু ফিরে তাকাও
আমার অগোছালো ভাবনা গুলো গুছিয়ে দাও
আমার বিষণ্ণ চোখে কষ্ট হয়ে ঝরে পরো।
বলছিনা ভালবাসতেই হবে,
আমি শুধু চাই,
আমার কষ্টে নিস্পেশিত বুকের পাজর ভেদ করে
দীর্ঘশ্বাস হয়ে বাতাসে ছড়িয়ে পরো
বলছিনা ভালবাসতেই হবে,
ভালবেসে বেসে রাতভর জাগিয়ে রাখতেই হবে
আমি চাই, তুমি শুধু ভুল করে পাশ ফিরে, ঘুমের ঘোরে
আলতো তুমার হাতটি গায়ের উপর রেখো।
কিংবা, অফিস যাওয়ার পথে মোড়ের বাঁকে
লোকচক্ষুর আড়ালে একবার পিছন ফিরে দেখো।
আমি বলছিনা ভালবাসতেই হবে,
আমি চাই,
আমার চোখে চেয়ে একবার বুঝে নিও
আমি ক্ষুদার্ত নাকি অবহেলীত।
আমি বলছিনা ভালবাসতেই হবে
আমি চাই,
অনাহারে ভাসমান আমার বুকের পাঁজরে
তুমার সচল আংগুলগুলো হেঁটে বেড়াক
নয়তো, কোন মধ্যাহ্নে আমার একাকী মুহুর্তে
বিষাদের ভারে নুইয়ে পরা অবশ শরীরে
শীতের কাঁথাটি গায়ে জড়িয়ে দাও ।
বলছিনা ভালবাসতেই হবে,
শুধু পাশে থাকো কিছুটা সময়, হাত ধরে..
জ্বরের ঘোরে অচেতন আমার মাথায় পাশে
কিছুটা সময় স্থির করে দাও।
বলছিনা আমার অশ্রুকনা তুমার ঠোটের তপ্ত পরশে শুঁষে নাও
আমি চাই,
তুমি আমার চোখে চেয়ে,
বুঝে নাও কতটা ঝড়ে কষ্ট নড়ে চোখের ভিতর
আমি বলছিনা ভালবাসতেই হবে।

Add to favorites
2,437 views