আমি বাঁচতে চাই। -
Farjana Shanta
Published on: মে 10, 2021
আমি বাঁচতে চাই
আমি আমার মতো করে বাঁচতে চাই,
এই অদ্ভুদ রঙিন প্রচ্ছদের পুরোটাই দেখতে চাই,
অনুভূতির চাদরে আমার অস্তিত্বকে জড়াতে চাই।
আমি আমার মতো করে বাঁচতে চাই।
শিশিরে ভেজা শহরের ঘাসকে আমার পদস্পর্শে প্রান দিতে চাই,
বিদ্যুৎ ঝল্কানির শব্দে নিমজ্জিত প্রকৃতির মলিনত্বকে আমার হস্তস্পর্শ দিতে চাই।
আমি আমার মতো বাঁচতে চাই।
আমি আমার শহরের প্রতিটি অলি-গলির উম্মচোক হতে চাই,
গ্রহের সমুদ্রবিলাশের প্রতিটি বালুকণায় পদচারণ করতে চাই।
আমি আমার মতো করে বাঁচতে চাই।
বিন্দু বিন্দু স্বপ্নকে বিশালতা দিতে চাই,
প্রিয়ের সৌন্দোর্যে মুগ্ধ হয়ে নিজেকে আড়াল করে,
মন-প্রকৃতির অনুভবের অস্থির আঁখিকে স্থির করতে চাই।
আমি বাঁচতে চাই।
মনস্তাপকে তৃপ্তিদায়ক করতে চাই,
আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত জীবন্ত লাশ হয়ে ও আমি,!!
তোমাদের মাঝে বাঁচতে চাই।

Add to favorites
1,352 views