আলো আর আলেয়া -
রুপক চৌধুরী
Published on: ফেব্রুয়ারী 19, 2020
একটু জ্বলেই উধাও হয়ে যায় সে,
প্রথমে তারে আলো বলেই মন হয়,
অতঃপর আঁধারের বন্ধন কে যেন মুক্তকরে দেয়,
কতগুলো বিশ্বাসী জোনাকির সন্মুখে,
বিজলী সেতো আরেক আলেয়া,
বিভ্রান্ত করে দেয় পথিকের পথবিলাস,
অথচ,আলেয়া বলি আর বিজলী,
দুজনেরই আলো হওয়ার স্বাধ ছিল বটে,
পারে নি,
প্রচেষ্টা কম ছিল !
তারাও যে সুন্দর,
আছে নিজস্ব আলো,
তবুও আলো নয়,তারা আলেয়া,
নাকি অভিষাপ গ্রস্ত,
আলেয়া তুমি কোনদিন আলো হতে পারবে না,
বিজলী তোমার উন্মাদনা শুধু ভয়ই ছড়াবে,
হায়রে পোড়া কপাল !
বিভ্রান্তই হবে যে তারা, যারা বিশ্বাসে জড়াবে ।

Add to favorites
1,362 views