ঈদ -
Ajmery
Published on: জুলাই 3, 2017
আসমানের বুকে ঐ দেখ
বাঁকা চাঁদ হাসে,
এলোরে বুঝি ঈদ,সকল মুসলিম
তাই খুশির জোয়ারে ভাসে।
শুভ এই রজনীতে সজনী
মেহেদীতে রাঙাও দু’হাত,
শুরু হবে যে আগামীকাল
নতুন এক রাঙা প্রভাত।
দোস্ত দুশমন সব এক হয়ে আজ
বুক মিলাও বুকে,
মিষ্টি, সেমাই, পিঠা, পায়েস
তুলে দিও অনাহারীর মুখে।
ভুলে গিয়ে সকল দূরত্ব
বুকে টেনে নাও ভাইয়েরে,
হোক না সে ধনী গরীব
সেতো আল্লাহর বান্দারে।
আজ মোহাম্মদের বাণী
ছড়িয়ে দাও সকল প্রাণে,
গাইছে যে গান বুলবুল
বাগিচার কুসমের ঘ্রাণে।
আজ কোন দুঃখ নয়কো
শুধুই খুশির বন্যা,
ভাঙিয়ে নিদ এলো যে ঈদ
চারদিক আনন্দের ঝর্ণা।
খুশির দিনে থেকোনা দূরে
কর আদায় মুসলিমের হক,
বিভেদ ভুলে বুকে টেনে
বল সবে ঈদ মোবারক।
নতুন জামা গায়ে বন্ধু
এসো মোর বাড়ি,
ঈদের দাওয়াত রইল,না এলে
তোমার সাথে আড়ি।

Add to favorites
803 views