উমেংগট নদী -
আসাদুজ্জামান শাওন
Published on: জুলাই 17, 2018
উমেংগট নদী
আসাদুজ্জামান শাওন
——————————————
হয়ত সে সময়টা খুব বেশী দূরে নয়
যখন আমরা একই পথে একই সাথে
হেঁটে হেঁটে ক্লান্ত হবো;
অনন্তকাল পথ ভ্রমণ।
এক বিষণ্ন গোধূলি লগ্নে –
আর তোমার খোলা এলোকেশে ডুবে যাওয়া সূর্য!
উমেংগট নদী – আমাদের দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময়
অসময়ের বৃষ্টি,
নদীতে নিঃসঙ্গ পালতোলা নৌকা;
বাতাসে উড়ে যাওয়া পবিত্র প্রেম।
মাছরাঙার ঠোঁটে বিঁধে যাওয়া একটি সন্ধ্যা
নদীর স্রোতের সঙ্গে দূরে ভেসে যাওয়া – ভায়োলিনের রোমন্থন সুর।
আমি তোমাকে ভালোবাসি অশ্বিনী!
শরীরে তোমার পূূর্ণিমার পোট্রেইট।
প্রভু তিঁনি জানেন এসব
অশ্বিনী, ঠিক এমন একটা স্বপ্ন –
তোমার দু’চোখে তাকিয়ে দেখেছিলাম আমি!
উমেংগট নদীতে –
তোমার সাথে নৌকা ভ্রমণের
আক্ষেপটা
হয়ত থেকে যাবে
থেকে যাবে এক বিষণ্ন বর্ষায় –
উমেংগট নদী,নৌকা – তুমি-আমি ভিজে যাচ্ছি।

Add to favorites
693 views