উৎসাহ -
Mithila
Published on: নভেম্বর 12, 2017
রাতটা কাটে দিনের মত
দিনটা কাটে রাত,
আনাচে কানাচে লুকিয়ে থাকে
আমার কত স্বাদ।
চলছি এখন লক্ষ্যহীন
সব কিছু বাদ,
শান্তি সুখের স্বপ্ন দেখা
সব কিছুই কি পাপ?
কষ্টে থাকলেও বুঝতে দেই না
সব সময় মুখে হাসি,
প্রেম করে কেন অভিশাপে
পড়বো গলায় ফাঁসি।
চোখের নেশায় ভালো লাগা
এক পা দু’পা আগাই,
বাস্তবতায় ফিরলে ভয়ে
সবই ভুলে যাই।
দুঃখের সাথে সখ্য আমার
তাকে নিয়েই বাঁচি,
সব কষ্ট বুকে চেঁপে
আমিও ভালো আছি।
মিথ্যে আশায় ছুটে বেড়াই
লক্ষ্যহীন ভাবে,
মরীচিকার পিছনে ছুটে
কেউ কি সুখ পাবে?
সব ভুলে সামনে এগিয়ে
দেখাতে হবে ভিন্ন,
রাখতে হবে এই গ্রহে
আমারও পদ চিহ্ন।
দেখাতে হবে পৃথিবীকে
আমার কঠিন রূপ,
ফিরে যেন পায় পথহীন সবাই
নতুন করে সুখ।
বাঁচতে হবে নিজের মত
স্বপ্ন নিয়ে হাজার শত,
দেখবে তখন সকল অবহেলিত
আমার দিকে চেয়ে
বাঁচবে আবার নতুন করে
দৃঢ় প্রত্যয়ে।

Add to favorites
593 views