এই শ্রাবণ দিনে তুমি আসবে বলে। -
Farjana Shanta
Published on: জুলাই 28, 2020
এই শ্রাবণ দিনে,
তুমি আসবে বলে,
সেই অপেক্ষায়,
নিঝুম নিস্তব্ধতায় ঘেরা,
পুরো শহর আজ ক্লান্ত।
সূর্যের অতি তীব্রতায়,
ব্যাকুল হয়ে মানব মন
বলে ওঠে,
এ কথা ভ্রান্ত।
তুমি আসবে বলে
সেই প্রতিক্ষায়,
বসে আছি আজ
শ্রাবণ দিনে।
প্রকৃতির সেই রুপ আজ
হাহাকারের সূর তোলে,
তোমায় বীনে।
স্রষ্টার এ কী সৃষ্টি!
শ্রাবণ দিনের সেই,
ঝড়ো বৃষ্টি!!
সে তো আমার কাছে আবেগী,
আমার চেতনার অনুভূতি
আমার চিত্তের প্রেমো ভালবাসার প্রতিকী।
শ্রাবণের বৃষ্টি,
এ কী মন মুগ্ধকর দৃষ্টি!!
মুগ্ধ করা মন যখন,
জানলার পানে এসে দাঁড়ায়!
নিজের অজান্তেই যেন সে,দু হাত বাড়ায়।
সেই বৃষ্টির দু ফোঁটায়,
নিজেকে জড়ায়।
তুমি আসবে বলে
সেই আকাঙায়,
তুমি আসবে বলে,
সেই প্রতিক্ষায়,
আজও বসে আছি
এ মনে,
অপেক্ষার প্রহর গুনে
তুমি আসবে বলে,
এ শ্রাবণ দিনে
নিঝুম নিস্তব্ধতায় ঘেরা
শহরের এক কোণে।

Add to favorites
2,129 views