একটি অসমাপ্ত কবিতা ##মিনা -
Kolpona mina
Published on: জুলাই 9, 2020
কোনো এক মেঘলাক্ষণে একটি কবিতা লিখা শুরু করেছিলাম
কতো কিছুই লিখবো ভাবছিলাম
ভাবতে ভাবতে শব্দরা এলোমেলো হয়ে যাচ্ছিলো।
অসমাপ্ত কবিতাটিতে অসংখ্য ভুল ছিলো
বিরাম চিহ্ন, বানান, অন্তমিল কিছুই ঠিক ছিলো না
বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া শব্দ দিয়ে কি কবিতা লিখা যায় ?
পরিত্যক্ত হয়ে যাওয়া শব্দের ছন্দপতন আমার কল্পনাশক্তিকে করেছিলো বাকরুদ্ধ
কবিতাটির স্থান হলো অপরিপূর্ণতায়
আমার এই অসমাপ্ত কবিতাটিও হয়তো অনেকেই পড়বে
তবে অনাবিষ্কৃত থেকে যাবে আমি কি লিখতে চেয়েছিলাম।
এলোমেলো কিছু লাইন লিখে আমি গভীর ঘুমে আচ্ছন্ন
অসমাপ্ত একটি কবিতার রূপ দেখে সবার কি ভাবোদয় হবে তাও হয়তো আমার আর জানা হবেনা !
কবিতাটি শেষ করার কথা ছিলো
সব কথা রাখা যায়না আমিও রাখতে পারিনি।

Add to favorites
649 views