একটি কবিতা ও তিনটি কালো গোলাপ -
আসাদুজ্জামান শাওন
Published on: অক্টোবর 23, 2017
একটি কবিতা ও তিনটি কালো গোলাপ
আসাদুজ্জামান শাওন
——————————————————–
কফিনের ভিতর
একটি কবিতা – অক্ষরগুলো অতি প্রাচীন
তিনটি কালো গোলাপ,
পীথাগোরাস বলেছিলেন – “তিন সংখ্যা শুভ।”
স্যারের সাথে দেখা হয়েছিলো এক সন্ধ্যায়
শহরের কোন এক অন্ধকার পানশালাতে – মদ্যপান।
ও’টাই ছিলো তার সাথে আমার শেষ আলাপন –
মধ্যরাত ঘুমিয়ে পড়েছিলো আমাদের স্বচ্ছ গ্লাসের জলে,
তিনিই বলেছিলেন – শুভ সংখ্যা তিন এর কথা;প্রথম শুনেছিলাম।
প্রভু! পৃথিবীর সমস্ত আঁধার নিয়ে –
নরক ভ্রমণে যাচ্ছি
কবিতা এবং তিনটি কালো গোলাপ রেখে যাচ্ছি;
প্রিয়তমার জন্য,যিনি ছিলেন আমার প্রেমিকা – তার জন্য।
স্বর্গ প্রেমিকদের জন্য নয় –
প্রেমিকাদের জন্য।

Add to favorites
588 views