একটি ধর্ষিতা মেয়ে -
এইচ বি রিতা
Published on: মার্চ 3, 2014
একটি ধর্ষিতা মেয়ে, নিতান্তই অবুঝ।
অবুঝ মেয়েটি রাতারাতি খ্যাতি পেয়ে যায়
মিডিয়াতে তার বড় বড় করে ছবি
সারা বিশ্ব দেখছে। কি দারুণ।
আহা! কত নাম তার সবার মুখে মুখে
স্কুল পড়ুয়া মেয়েটি এখন আর স্কুলে যায়না
কানাকানি-ফিসফিস্;
লজ্জায় তার মাথা নত।
বিয়ের কথা পাকাপাকি,
সব কিছু জানার পর পাত্র পক্ষ মুখ ফিরিয়ে নিল
ধর্ষিতা মেয়ে! সতীত্ব নেই যে!
দেশে কি মেয়ের আকাল পড়ল নাকি!
সমাজ সহানুভুতি দেখায়
বড় বড় ব্লগে তাকে নিয়ে আলোচনা
মানবধিকার সংস্থা তার পিছু ছাড়ে না
আদালতে হাজারো প্রশ্ন, কি হয়েছিল সেদিন?
কতজন খেয়েছিল তাকে?
সেলোয়ার কে খুলেছিল আগে?
যোনীপথ শুষ্ক না ভিজা ছিল?
চিৎ হয়ে ছিলে বুঝি? পা ফাঁক ছিল তো?
অবুঝ মেয়েটি ঝরঝর করে কাঁদে
চতুষ্পদি প্রাণিগুলো মুখ টিপে হাসে
অতঃপর,
আসামি পলাতক! ক্ষমতায় মামলা নিস্পত্তি।
মেয়েটির ভবিষ্যৎ কি?
হলুদ মিডিয়া এবং সমাজের অমানুষগুলো
বার বার ধর্ষিতাকে ধর্ষণ করে
একবার ধর্ষণ করে কি সখ মিটে কি?
ধর্ষিতা হয়ে উঠে সমাজের মুনাফা বিজনেস
এদিকে,
মেয়েটির ভবিষ্যৎ তলিয়ে যায়
অন্ধকার থেকে অন্ধকারে।
কারও মাথা ব্যাথা নেই।

Add to favorites
1,028 views