একদিন আমার মৃত্যু হবে -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 27, 2017
একদিন আমার মৃত্যু হবে, খুব সহজ মৃত্যু!
সে মৃত্যুর কোন আয়োজন থাকবেনা
ঘটা করে কেউ আমায় গোসল দিবেনা
মাথার পাশে আগরবাতি দোয়া পাঠে
আমাকে আজাবমুক্ত করার চেষ্টা করা হবেনা।
বাড়ী ভর্তি শোকাহত বিলাপ,
পর্দার আড়াল হতে ভিজা দুটি চোখে রাজ্যের বিস্ময় নিয়ে
কেউ দাঁড়িয়ে থাকবেনা।
বাড়ীর উঠোনে দুর্বা ঘাসে মৃত্যুর গন্ধ থাকবেনা
দুটি চিল কেবল উড়ে যাবে মধ্য আকাশে ডানা ঝাপটে
কেউ জানবেনা সেদিন সূর্য্য ডুবার কারণ
কেউ জানবেনা পৃথিবী হতে একটি বিয়োগ
স্রষ্টার কত প্রিয় ছিল!
একদিন আমার মৃত্যু হবে, অপরিচিত মৃত্যু
অরণ্যের আড়ালে বুঁনো গন্ধ নিয়ে
কূয়াশার চাদরে ঢেকে যাবে সকল অভিযোগ।
কেউ জানবেনা সেদিন কি ভীষণ ক্ষরতাপে
মৃত্যু এগিয়ে এসেছিল সন্নিকটে!
একদিন আমার মৃত্যু হবে, খুব সহজ মৃত্যু

Add to favorites
4,532 views