একদিন চলে যাবো -
এইচ বি রিতা
Published on: মে 3, 2014
একদিন হুট করে চলে যাবো
নক্ষত্র-ছায়া-এই ধরিত্রীর জলবায়ু সব পিছনে ফেলে
হাড়িয়ে যাবো কৃষ্ণগহ্বরের আলো আঁধারীর মাঝে!
হয়তো চলে যাবো কোন এক দূর দেশে
নাগরিক নৈঃশব্দে তোমার ফুঁপিয়ে কান্নার শব্দ শুনবো না,
চোখের কোনে অধীর অপেক্ষায় ঝড়ে পড়া
তোমার মুক্তদানা চেটে নেবোনা।
তুমি হাত বাড়াবে
এক মুঠো আঁধার ছুডঁড়ে দিয়ে আমি আসবনা।
সত্যিই চলে যাবো একদিন।
হয়তো শিউলী তলায় অবহেলায় পরে থাকবে কিছু ঝড়া ফুল
হাঁক ছেড়ে সাইক্যাল টুং টুং পিউন কাকা রোজকার মতই ডেকে যাবে
ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো ঝড়ে পরবে কোন কিশোরীর হাতের স্পর্শে,
কারো চিৎকারে হয়তো ধরনীর বুক ফেটে গজাবে কয়েকশো শিকড় বাকড়,
তবু চলে যাবো সংগোপনে সকল মায়ার বাঁধন ছিঁড়ে।
পিছুনে পরে রবে পুরাণো শহর, কিছু চেনা গলি
মধ্যাহ্নে জেগে উঠা নীলাকাশ
স্বজনের আহাজারি আরো কিছু শুকনো মুখ,
কিছু আক্ষেপ, সাথে বিনয়ের প্রকাশ
ফিরে তাকাবো না, সঙ্গীহীন একা চলে যাবো।
হুট করেই একদিন চলে যাবো ।
সমস্ত ক্লান্তি ছেড়ে, সোনালী রোদে মিস্টি হাওয়ায় উড়ে
বিলুপ্ত মায়া, জোছনায় মাখা কারো মুখের ছোঁয়া্
পৃথিবীর জ্বালায় আমার জীবন্মৃত হৃদয় পুড়িয়ে হবে ছাই
সেই ছাই নিয়ে উড়ে যাবো একদিন অচেনা পথে।
চলে যাবো কিছু অক্ষমতা, অপ্রাপ্তি আর ব্যার্থতা নিয়ে
কিছু অভিমান আর বিরহের সুর তুলে,
চলে যাবো পৃথিবীর সবটুকু মায়া আর গোধূলীর রংটুকু নিয়ে।
পিছনে পরে রবে একটা পুরো অতীত, কিছু বিস্মৃত স্মৃতি
লুকিয়ে চলে যাবো একদিন
হুট করে চলে যাব একদিন।

Add to favorites
2,817 views