একাকী জীবন -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
একাকী জীবন
আরিফুল ইসলাম
আধোবুলিতে ভালোবাসি বলেছি
শুনেও শোনোনি বুঝেও বোঝোনি
পথ চেয়ে কেবল তোমাকেই চেয়েছি
একবার আর একবার এভাবে অগণিতবার
তারে বসা পাখিরা ভালোবেসে ফেলেছে
দিন পেরিয়ে সন্ধ্যা আসে,রাত পেরিয়ে দিন
সবাই ঘরে ফিরে আসে শুধু তুমি আসো নি
দিনবদলের মাঝে আমরা সবাই একা
তাই তো কারো সাথে পথ চলা
পরাধীনতার গ্লানি রেখে আর কতকাল
চলো আরেকটিবার চেষ্টা করি
মনে করো আমরা অপরিচিত ছিলাম
আরেকটিবার হাতে হাত রাখি
হঠাৎ নিরব হয়ে যাবে এ শহর
থেমে যাবে কোলাহল হিসাব হবে
শুধু পাওয়া না পাওয়ার দীর্ঘশ্বাসের।

Add to favorites
1,122 views