একান্ত বিলাপ -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 13, 2015
কি যেন বলতে চাচ্ছিলাম, বলতে পারছিনা! ঠিক গলার কাছটায় এসে আটকে যাচ্ছে!
প্রায়ই এমন হয়। অদৃশ্য এক দানব গলা চেপে ধরে। গোঙ্গানীর মত শব্দ হয়, বিষে বিষে শরীর নীল থেকে কালো বর্ণ ধারন করে। তখনো গলার কাছটায় সেই একি চাপ অনুভব করি, সেই একি গোঙ্গানীর শব্দ!
পৃথিবী কি জানে, তার কোলে কেউ একজ শত বছর পুরণো জীর্ণ বৃক্ষের শিকড় আঁকরে পরে আছে আজ বহু বছর? জীবন কি বোঝে, তার অবিশ্বাসের প্রখর উত্তাপে গোড়া হতে বৃক্ষের শিকড় উপরে যাচ্ছে?
মানুষ অনুভব করে না, নিঃশ্বাসে তারও বিষ আছে।তার বিষেও কারো কারো মৃত্যু হয়।

Add to favorites
1,240 views