এক সময় -
Mithila
Published on: নভেম্বর 29, 2017
তুমি এক সময়
কবিতাকে ভালোবেসে
কবিতার পিছনে ছুটতে।
হঠাৎ একদিন এক প্রজাপতি এসে
হ্যাঙ্গারে টানানো তোমার সেই
নীল গেঞ্জিটায় বসলো।
সেই থেকে তার সাথে তোমার ভাব।
কত হাসি,বেদনা,সুখ,দুঃখ
তার সাথে তোমার ভাগাভাগি হতো।
কত সময় কেটে গেছে,
কত জ্যোৎস্না রাত তার সৌন্দর্য্য
ছড়াতে গিয়ে থমকে গেছে।
সে দিকে তো তোমাদের
খেয়ালই ছিল না।
তোমরা মেতে ছিলে তখন
আবেগ আবেগ খেলায়।
হঠাৎ এক ঝড়ে
তোমাদের দুজনের হাতে এসে পড়লো
দুটো পাথর।
আবেগ ভালোবাসা ফেলে দিয়ে
মেতে উঠলে পাথর পাথর খেলায়।
ঠুনকো শব্দ,ঝলকানো উত্তপ্ত আলো
এসবের মাঝে ডুবে গেলে।
তুমি খেয়ালই করলে না
এ ঝলকানো উত্তপ্ত আলোয়
তোমার প্রজাপতির পাখা পুড়ে যাচ্ছে।
অল্প প্রানের প্রাণী যে
তোমার প্রজাপতি।
আর প্রজাপতিও মুখ ফুটে
বলবে না তার কষ্টের কথা।
সে চায় তুমি উৎফুল্ল থাকো।
এক সময় প্রজাপতি তার শক্তিটুকু হারিয়ে
অনেক দূরে চলে যায়।
আর তুমি ভাবলে তার ভালোবাসা
ফুরিয়ে গেছে।
এই ভেবে ছুটতে থাকলে কবিতার সফলতা আর অসীম ভক্ত নিয়ে।
তুমি ভুলে গেলে তোমার কবিতার প্রাণ
প্রজাপতির কাছে।
সে চলে গেছে কিন্তু
তোমার কবিতার অস্তিত্বটুকু রেখে
প্রানটাকে তোমার স্মৃতি হিসাবে নিয়ে
যত্ন করে রেখেছে।
এখন দুজনের দু পথ।
একটি মসৃন আর অন্যটি।

Add to favorites
956 views