এখনও প্রেম বেঁচে আছে -
পেন্সিলে আকা পরী
Published on: এপ্রিল 20, 2018
আমাদের ব্যাস্ত নগরীতে এখনও প্রেম বাঁচে উভয় পারাপারে;
আধো অন্ধকারে প্রেমিক চেয়ে থাকে অপলক!
ঘুমন্ত প্রেয়সীর নাগের ডগায় জমে অব্যক্ত কিছু দ্বীর্ঘশ্বাস।
কোলাহল থেমে গিয়ে নিশ্চুপ হয়ে যাওয়া কংক্রিটের গালিচার ধারে সারি বেঁধে বসে থাকা কুকুরগুলো তবু নিঃশ্বাসে শুষে নেয় ঘ্রাণ, ক্ষুধা নিবৃত্ত উপাদানের;
তবু কোথায় যেন ভালোবাসারা ফিসফাস কথা বলে।
ভালোবাসারা জেগে থাকে অহেতুক প্রেম আহ্লাদে,
আমাদের ব্যাস্ত নগরীতে তবু এখনও প্রেম বাঁচে।
প্রেম বাঁচে প্রেমিকের দ্বীর্ঘশ্বাসে,
প্রেমিকার অপ্রাপ্তির আস্ফালনে প্রেম যেন আরো গাঢ় রংয়ে সাজে;
কখনও তীক্ষ্ণ দৃষ্টিতে প্রেমিকা ছুঁড়ে দেয় একরাশ ক্রোধ প্রেমিকের দিকে,
কখনও প্রেমিকের মৌন অভিশম্পাতে প্রেমিকার ঘুম ছোটে।
তবু কোথায় যেন প্রেমিকের যাবার আছে!
কে যেন অপেক্ষাতে তার আছে বসে।
অতঃপর সমস্ত অনুযোগ জলাঞ্জলি দিয়ে
তারা আবদ্ধ হয় সচেতন অঙ্গিকারে,
নিমেষেই মুছে যায় সকল দ্বিধা;
পরম নির্ভরতায় প্রেমিকার বুকে গোঁজে মুখ
যেন কোথাও কোন দূরত্ব ছিলোনা কোনোদিন,
যেন এভাবেই প্রেম বেঁচে ছিলো চিরদিন।
বলিহারি প্রেম!
বর্তমানের ব্যাস্ত নায়ের পারাপথে,
প্রেম ভাসায় তরী আপন মনে পাল তুলে।
আমাদের নগরীতে এখনও প্রেম আছে মুখোমুখী দুজনার অভিলাসে।

Add to favorites
804 views