এথিক্স বনাম রিযনিং ১ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 29, 2016
সম্পর্ক শেষ হয়ে যায় তবু কোথাও না কোথাও মায়া ঘাপটি মেরে লুকিয়ে থাকে। নিঃসঙ্গতায় হাটিহাটি পা পা করে মায়া চলে আসে মগজে। তারপর খোঁচাতেই থাকে, খোঁচাতেই থাকে! মায়ার সাথে মস্তিষ্কের বাঁধে দন্ধ-
মস্তিষ্ক বলে,
-ঃ সরে যা
মায়া হেসে বলে,
– যাবনা।
-ঃ কেন যাবিনা? তোকে সরাতে পারলেই আমি বাঁচি।
– তোর বাঁচা নেই
-ঃ কেন নেই?
– আমি তোর কোষে কোষে অস্তিত্বে ছড়িয়ে আছি
-ঃ মায়া, তুই বিদেয় হো।
-আমি বিদায় হলে তুই অসাড় বস্তুতে পরিণত হবি।
-ঃ তোকে আমি ধারণ করিনা। তুই নিষ্প্রয়োজন। বিদায় হো তুই। আমাকে একা থাকতে দে।
-একা থেকে কি হবে?
-ঃ আমি কাঁদবো।
-কেন কাঁদবি?
-ঃ আমার শৈশব, আমার কৈশোর, আমার সম্পর্কগুলোর জন্য!
– হাঃ হাঃ হাঃ নস্টালজিয়া?
-ঃ হুম।
– তবে যে বলিস বিদেয় হো! বলেছিলাম না, আমি বিদেয় হলে তুই অসাড়।
-ঃ হুম।
– আমি বিদায় মানেই তুই মায়াহীন, বন্ধনহীন। তবে আর কান্না কিসের?

Add to favorites
804 views