এভাবেও ফিরে আসা যায় -
সেরাফিন মন্ডল
Published on: জুলাই 12, 2020
এভাবেও ফিরে আসা যায়,
জলডুমুরের পাতায় যেমন কাঁচপোকা ফেরে,
গাঢ় আঁধারে ফেরে লক্ষীপেঁচা,
আর মৃত নিঃশ্বাস নিয়ে আমি,
ফিরেছি তোমার হৃদয়ের গলুইতে,
বহুমৃত্যুর জল জমেছে সেথায়,
বহু মৃত্যুর পরে এভাবেও ফিরে আসা যায়,
সেই সাইকোমোরের ছায়ায়,
যেথায় চুপি চুপি বলেছিলে,
ঘাসফুল এনো আমার জন্য,
ঘাস ফুল এনেছি আমি বহু মৃত্যুর পরে,
নীরবতার শব্দে মুখর সাইকোমোরের বনভূমি,
এভাবেও ফিরে আসা যায়,
এভাবেই ফিরে এসো তুমি,
আমি ঠায় দাঁড়িয়ে থাকব,
নতুন মৃত্যু পর্যন্ত।

Add to favorites
638 views