এলোমেলো -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
এলোমেলো
আরিফুল ইসলাম
বরফের সাথে জীবনের একটি সম্পর্ক আছে
দুটোই ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়।
প্রেমিকার কাছে পাঠানো চিঠি গুলো ফিরে এলো
প্রাপক উক্ত ঠিকানায় থাকে না বলে।
স্রষ্টার সাথে গোপনে বলা কথাগুলো
গোপনই থেকে গেল কেউ জানলো না।
আত্মীয়তার সম্পর্কের ফাটল ধরেছে
অনাত্মীয় আত্মীয়দের ভীড়ে।
প্রতিবেশির সাথে দেখা নাই মুহূর্তে
হিংস্র প্রানীর আক্রমনের অলীক কল্পনা
মিথ্যের দাপটে সত্যগুলো ঘুরে বেড়ায় মিথ্যের মত।
পৃথিবীর সব কিছু বদলে গেছে আমি ছাড়া।
আমিও বদলে যাব,মেনে নেব
পৃথিবীর সব হটকারিতা,প্রবঞ্চনা,মিথ্যে।

Add to favorites
464 views