এ্যাট লাষ্ট আই ওয়ান্না বি এ্যা ব্লাডি ডগ -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 7, 2017
দামী পাথরে সাজানো ভিলা লিওপল্ডা,
বাড়ীর সামনে রাখা বাগাত্তি ভেরণ গাড়ী
পাশে থাকুক ফুলের বাগান, সাধারণ গোলাপ-জবা-চামেলী না;
বাগানে থাকবে জুলিয়েট রোজ-শেনজেন ন্যুকে
এমন বাড়ীর ছেলেই আমার পছন্দ;
বউ হতে পারলে দিব্যি আরামে কেটে যাবে বাকী জীবন।
কোমরে গুঁজা আধুলী এক করে নুন-তেল কিনার ঝামেলা শেষ করে
সমুদ্র-তলের রেস্টুরেন্ট ইথাতে খেতে মালদ্বীপ যাব
সমুদ্রের নীলে ঘেরা থাকবে চারদিক,
তার মাঝে শত শত প্রজাতির মাছ স্বচ্ছন্দে ঘুরে ঘুরে আমাকে দেখবে
সম্ভব হলে পরের সপ্তাহে টাইনি ম্যাসাতে যাব
বড় মাছের পেটি, সি-ফুড খাবো কাঠিতে করে
সারাজীবন লবন-পান্তাভাত খেয়েই মরে যাব, বিষয়টা দুঃখজনক।
বড়লোকের বউ হতে পারলে তবে,
মা’কে নিয়ে যাব ভাল ডাক্তার দেখাতে
দেশীয় না, বিদেশী ডাক্তার
ছয় ফুট লম্বা, শুদ্ধ ইংরেজীতে ঠাসঠাস্ কথা বলে
হসপিটালের খ্যাফেতে কিংবা মুমূর্ষ মায়ের পাশে বসে সেলফি তুলব
ইন্স্টিগ্র্যাম-স্ন্যাপশট বিষয়টা আয়ত্ব করতে হবে
দশজনকে যদি নাই দেখাতে পারি বিলাসীতা
তবে মরেও আনন্দ নেই।
খেয়ে খেয়ে ফুলে-ফেঁপে বিশালদেহী হবো
কোলস্টোরল বাড়লে বাড়ুক,
দুই চারটা কাজের মেয়ে সারাদিন ঘুরঘুর করবে পিছনে
সেফায় গা এলিয়ে শক্তমত মেয়েটির কোলে পা তুলে দিব
মেয়েটি টিপতেই থাকবে; আমি আরামে চোখ বন্ধ করবো
ক্লান্তিতে হাত থামা মাত্রই জোড়ে লাথি বসাব।
কাজের মেয়ের কপাল সোনায় সোহাগা না হওয়ারই কথা
যদি নাই হয়, তবে কৌশলে মালিকের ছেলেকে ফাঁসাবো
ওর সামনে গিয়ে বুকের কাপর ফেলে দিব
কোনরকমে বশে নিতে পারলেই ব্যাস!
একবার বউ হতে পারলেই সুখের অন্ত নেই
দেখেছি ওদের অনেক টাকা! রোজ সকালে
ওরা ব্রেড টোষ্ট খায়, সাথে ক্যাপাচিনো কফি
কখনো স্যুপ
বিকেলের নাস্তাতে পুডিং পায়েস
প্রায়ই চাইনিজে খেতে যায়;
আমি তখন বাসি স্যুপের বাটি চাটি।
কাজের মেয়ের বড় লোকের বউ হবার সম্ভাবনা একেবারেই নেই
আশায় গুড়েবালি হলে পরে, পরের জন্মে
এমেরিকানদের পোষা কুকুর হলে মন্দ হবেনা
শুনেছি ওরা কুকুরদের হাই প্রোটিন-ফাইবার
গ্লুটোন ফ্রি-এলার্জি ফ্রি খাবার দেয়
মাসে মাসে টিকা, ব্লাড টেষ্ট
জীবন-বীমা ও থাকে তাদের।
তারা দামী গাড়ীতে সুগন্ধিমাখা বড়লোকের কোলে চড়ে
শীতে ক্যানি স্টাইল পাফার কোট
গরমে টি’স এন্ড ট্যাংক
আহা! জীবনের মূল্য বুঝি কুকুরই পায়
তাই শেষমেষ আমি,
এমেরিকার কুকুর হতে চাই
মানুষ নয়, কুকুর হয়ে জীবনের মূল্য পেতে চাই।

Add to favorites
954 views