এ পথের একটা রূপকথা ছিল -
ইকবাল হোছাইন পরশ
Published on: ডিসেম্বর 27, 2016
এ পথের একটা রূপকথা ছিল
ছিল তোমার মুখর পদচারণা,
রোদ উঠত ভেজা কুয়াশাকে ঘুম
পাড়িয়ে,
একপশলা বৃষ্টি, রাতের নিস্তব্ধতা,
হাজার জোনাকীর কল্পকথা;
এ পথের একটা রূপকথা ছিল
ছিল প্রতীক্ষা,জমানো কিছু অভিমান,
হাসি-খেলার মধ্যদুপুর পেরুনো বিকেল,
কিছু কিছু কথা,খুনসুটির ব্যস্ততা ,
হারিয়ে ফেলার ব্যথা;
এ পথের একটা রূপকথা ছিল,
বাতাসে বাতাসে ছিল তোমার
হাসি,
হাজার রাত্রি এপাশ-ওপাশ,
ঝাপসা কাঁচের ফ্রেম,জমা কিছু স্মৃতি,
স্বপ্নময় এক রূপকথা…

Add to favorites
1,410 views