এ বেলা তোমায় দিলাম -
আসাদুজ্জামান শাওন
Published on: মার্চ 5, 2017
এ বেলা তোমায় দিলাম
আসাদুজ্জামান শাওন
—————————————————
ঠিক অনেক বছর পর আমাদের দেখা হবে
সেদিন তোমার নরম দু’হাতে হাত রেখে কাটিয়ে দিবো
একটা পড়ন্ত বিকেল,
চোখের নিশানায় চোখ রেখে ঠাঁয় দাঁড়িয়ে শুধু দেখবো তোমায়।
কতগুলো দিন অতীত হলো তোমায় দু’চোখে আঁকা হয়না!
তুমি নীরবতা ভেঙ্গে নদী দেখতে চাইবে
আমি জানি তুমি নীলাভ শীতল দু’চোখে নদী বিদ্ধ করতে ভীষণ ভালোবাসো।
মৃদু স্বরে তোমার নাম ধরে ডাক দিবো-“অবুঝ মেয়ে রক্তাক্ত দু’চোখের গহীনে তাকাও,নদী দেখো!”
দীর্ঘ না দেখার আক্ষেপতায় তোমার জন্য জমানো রংহীন অশ্রুজল,
বিন্দু বিন্দু অশ্রু নোনা জলে গড়া নিশ্চল মৃত নদী।
তুমি নৌকা খু্ঁজবে খুব সম্ভব
পাল তোলা নৌকা!
অনুভবে বুঝে নিবো তোমার সে আকুলতা;
কান্না বাক্য আর মলিন হাসির অন্তরালে নিশ্চুপতা ঢেকে বলবো-
“অতল জলে পাল তোলা নৌকাটা ডুবে গেছে।”
কথা ছিলো ভেসে যাবো দূর-বহুদূর আনন্দধারায়।
যন্ত্রণা লুকিয়ে তুমি হেসে বলবে-“আহা!আমাদের স্বপ্ন”
আর আমি কষ্ট চেপে হয়ত বলবো-
“চলো নদীর তীরে বসে থাকবে কিছুক্ষণ।”
স্বচ্ছ জলে নাহয় তোমার-আমার প্রতিবিম্ব গড়বো;
ব্যথাতুর হৃদয়ে আমার কাঁধে মাথা রেখে অশ্রু বর্ষণে;
সেদিন তুমিও স্নিগ্ধ সান্ত্বনার হাসির আড়ালে বলবে-“আজ নাহয় থাক নৌকা ভ্রমণ,অন্য একদিন।”
সূর্য ডুবতে দেখবো আমি তোমার এলোকেশে
পড়ন্ত বিকেল হারাতে দেখবো চোখের নীলিমায়;
গোধূলি বেলাকে নিঃস্ব শব্দে শূন্য হতে দেখবো তোমার গোলাপী অধরের আভায়।
পদচিহ্ন এঁকে যখন ইতিহাস হবো দু’জন
আগ মুহূর্তে তোমায় কান্না জলে জড়িয়ে ধরে বলবো-“অবুঝ মেয়ে, তোমাকে ভালোবাসি অতল কিংবা অসীম।”

Add to favorites
12,596 views