কঠিন সত্য -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 5, 2019
জন্ম নেয়ার সবচেয়ে বড় ভয় হচ্ছে- লাভ ও ক্ষতির অভিজ্ঞতা মোকাবিলা করা। যদি জন্মের পর চিরসত্য বলে কিছু থেকে থাকে, তবে তা হল, যতই ভিন্নতায় আমরা নিজেদের জীবন কাটাই না কেন, একদিন হারানোর অভিজ্ঞতা আমাদের হ্নদয়কে ব্যথীত করবেই। কিংবা নিজেরাই হয়তো অন্যদের সে অভিজ্ঞতা দিয়ে হারিয়ে যাবো।

Add to favorites
1,840 views