“কত দিন পরে এলে”। -
রুপক চৌধুরী
Published on: জুন 16, 2017
সবুজ আর কালোর সংমিশ্রণ তুমি,
ঠিকেই এখনও রেখেছো ধরে,
তোমার পোশাকের কথা বলছি,
কত দিন পরে এলে তুমি,
মনে আছে আজও আমার,
তোমার প্রিয় রংয়ের কথামালা ।
এখন বসন্ত চলমান, চলছে বাসন্তী ট্রাম,
প্রকৃতির কোল ছুয়ে,
ঋতু কোন ব্যবধান গড়তে পারে না,
কাঙ্গালের কাঙ্ক্ষিত ভূরিভোজে,
কি আসে যায় তার কোকিল ডাকা
বসন্তে,
নয় বর্ষার কদম ফোঁটা শ্রাবণে,
শীতের হিম কুয়াশাও থামাতে পারে
না,
ক্ষুধার কক্ষপথে ছুটে চলা তার
অন্ন ব্যঞ্জনের দুরন্ত ধূমকেতু ।
কত দিন পরে এলে,
আসন্ন বৈশাখে নতুন স্নিগ্ধতার
সমাহার হয়ে,
আমার জীর্ণ আঙ্গিনায় বাস্তবতার
বেলী হয়ে,
নাই বা ছড়ালে তার সফেদ
পাপড়ীর সুমধুর ঘ্রাণ,
স্বপ্নে তুমি এসেছো গত রাতে,
মনে আছে এতটুকু ঘুম ভাঙ্গা প্রাতে,
তবু তুমি এসেছো কোথাও না কোথাও,
আমার বন্ধ্যা সাম্রাজ্যের নিস্তব্ধ সীমানায়,
তুমি এসেছো কত দিন পরে ।

Add to favorites
584 views