কথন -
আজহার আহমেদ আজু
Published on: সেপ্টেম্বর 28, 2019
-তারা গুনবে?
-না।
-চলো দেখি।অনেক তারা।
-আচ্ছা
-দেখছো,ওইযে সপ্তর্ষিমণ্ডল।
– হ্যাঁ।
-সাত তারায় সপ্তর্ষিমণ্ডল।
-হ্যাঁ।
-দুটো তারা দেখছো?
-কোথায়?
-ওই যে একসাথে।একটা বেশি চকমকি, অন্যটা একটু কম।
-হ্যাঁ।
-এরা সারমেয় যুগল।
-ও আচ্ছা।
-সারমেয় যুগল হবে?
-ও আচ্ছা।
-কম উজ্জ্বলটা হতে পারবো না।
-😃
-😃

Add to favorites
1,412 views