কদমপ্রিয়ার মন খারাপ -
বিভুঁই
Published on: মে 10, 2017
নিজেকে লুকোবার ব্যর্থ প্রচেষ্টা করছ তুমি,
চাইলেই কি পারবে আমার থেকে আড়াল হতে?
সকল স্তর সরিয়ে তোমায় ঠিকই খুঁজে নেব আমি,
তোমার নিঃশ্বাসের আবহাওয়া আমার ঢের চেনা আছে।।
এক পলকেই বুঝতে পারি আমি রৌদ্র-ঝলমল চোখে মেঘের ঘনঘটা,
বাঁকা ঠোঁটের কোণে দীপ্ত জোনাকিদের অচেতন আন্দোলন আমার দৃষ্টি এড়ায় না।।
তুমি না হাসলে আমার প্রেমাকাশে সূর্য ওঠে না,
আকাশ পানে চেয়ে তখন আর কিছু বুঝতে বাকি থাকে না।।
.
তোমার কণ্ঠের সজীবতা আমার তো অজানা নয়,
নিক্ষিপ্ত শব্দের পরতে প্রাণ খুঁজে না পেলে,
অবিলম্বে আমার সব বোঝা হয়ে যায়,
আজ আমার কদমপ্রিয়ার মন ভালো নেই।।
লুকোচুরি খেলায় তুৃমি বড় অদক্ষ প্রিয়া,
নিজেকে গুটিয়ে রাখতে গিয়ে অজান্তে মেলে ধর আমার কাছে।।
কোন চাদরে ঢাকবে তুমি নিজেকে?
তোমার চেয়ে বেশি যে তোমায় জানে, তার সাথে অভিনয়ে পার পাবে কি?

Add to favorites
851 views