কবর দর্শন -
আসাদুজ্জামান শাওন
Published on: জুন 11, 2017
কবর দর্শন
আসাদু্জ্জামান শাওন
———————————
যদি কোনদিন অজানা স্রোতে ভেসে যাই বহুদূরে
মৃত ভাঙ্গা তরীর ন্যায়
তুমি তাকিয়ে থেকো না,নীল ঢেলে দিয়ো না সমুদ্রে,
তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো না নিরন্তর ভেসে যাওয়া – আমার প্রস্থান;
আক্ষেপতায় কাটিয়ে দিয়ো না দীর্ঘ দিন কিংবা দীর্ঘ রাত।
খুন করো না অগণিত বেওয়ারিশ প্রহর!
আঁখিদ্বয়ে সৃষ্টি করো না নিঃস্বঙ্গতার চিহ্ন জলপ্রপাত
মূলত রঙিন স্মৃতি;তোমার সাথে কাটানো আমার শ্রেষ্ঠ মুহুর্ত,
মনে রেখো – রেখো অন্তরালে আমাদের সুখের মুহূৃৃর্তের ঝাপসা স্মৃতি
আমায় – আমাদের অর্থহীন স্বপ্ন।
পৃথিবীতে যে ক’টা দিন বেঁচে রবো
না হয় আমায় মনে রেখো – প্রয়োজনে ঘৃণা, দিতে পারো নিরর্থক অভিশাপ;
তবু কারণে কিংবা অকারণে চুপিসারে দূর থেকে ভালোবেসো আমায়
যেমনটা নবদম্পতি দূর আকাশের চাঁদকে ভালোবাসে – পূৃৃর্ণিমা আলো।
প্রিয়তমা!শুধু আমায় মৃত্যুর পর ভালোবাসতে যেয়ো না – প্রয়োজনে ভুলে যেও
মনে রেখো না আমায়;কষ্ট পাবে,শূন্যতার আগুনে মোমের মতন গলে পড়বে তোমার অস্তিত্ব।
তোমার শুভাগমন;কৃষ্ণচূড়া হাতে তোমার আশ্চর্য বিস্ময় – কবর দর্শন!
নিশ্চল আমি মুছে দিতে পারবো না তোমার অশ্রু জল
শরীরে যে লেপটে গেছে আঁধার, ভয় পাবে তুমি মৃত্যু।
তুমি বরং দূর থেকে দেখো আমায়
যেমনটা –
আকাশ মাটিকে দেখে
আকাশ পাহাড়কে দেখে
আকাশ সমুদ্রকে দেখে
তেমনি তুমিও না হয় দূর থেকে দেখো আমায়;
পৃথিবীর ভয়ানক দীর্ঘশ্বাস আর বোবা কান্না রেখে যেয়ো প্রস্থান সময়ে।
বাতাসে ছুঁড়ে দিয়ো হাত ভর্তি কৃষ্ণচূড়া,
বুঝে নিবো তুমি এসেছিলে;আমায় ভালোবাসো তুমি।

Add to favorites
682 views