কবিত:স্ব-ভাব -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 6, 2021
অনুকাব্য
স্ব-ভাব
জান্নাতুল ফীরদাউসী
খোঁজ নিলে রোজ
ভাবো কেন এতো গরজ?
চুপ থাকলে থমথমে রজনীর মত ভাবো কেন এতো ভাব?
যদিও এসব ভেবে নেই কারো কোন লাভ!
আসলে এটাই মানুষের জন্মগত স্বভাব!
উপকার যদি কর কাউকে ভালোবেসে,
প্রস্তুত থেকো সেই তোমায় ডুবাবে হেসে!
দুনিয়াতে দ্বীনীয়ার কর যদি আহবান,
প্রস্তুত থেকো জ্বলে জ্বলে হতে কোরবান,
মুখোশে কাছের সাথী মুনাফিক ও নাফারমান!
ঘটন অঘটন ঘটে অহরহ
তবুও কেন সবে বেহুশ রহ?

Add to favorites
611 views