কবিতা:অদম্য বীর -
Jannatul Ferdousi
Published on: মার্চ 25, 2021
অদম্য বীর
জান্নাতুল ফীরদাউসী
দমন পীড়নে দমে না সাহসী বীর!
তারা চায় জান্নাতে শান্তির নীড়!
তাগুতের পথে দেখো, যদি খুব ভীড়,
জেনে রেখো একলা হলেও বীরের উন্নত শির!
মুমীনের সংখ্যা কম দেখে তামাশা করো না
চূড়ান্ত বিজয় আল্লাহর হাতে ভুলে যেও না
ক্ষমতাধর নমরুদ মশার থেকে বাঁচতে পারলো না,
ফেরআউনের অত ক্ষমতা নীল নদে ঠাঁই পেল না!
যাদের নিরাপত্তায় আজ ভাবো ভিলেন নিরাপদ,
আগামী কাল তারাই হবে সবচেয়ে বড় আপদ,
ক্ষনিকের দুনিয়া পলকের খুশি, পলকে হবে রদ,
তখন পাবে না আর মুক্তি ,প্রমাণিত হলে চরম বদ !

Add to favorites
561 views