কবিতা:অমূল্য দীদার -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 16, 2021
১৯-০৫-২০২০
অমূল্য দীদার
জান্নাতুল ফীরদাউসী
বিনোদনের জন্য নারী পন্য হল যখন!
আল্লাহ তখন বলে হে নারী-পুরুষ পড় কোরআন।
দেখ তোমাদের জন্য অপেক্ষায় কত বিনোদন!
তবে কেন হতে নগন্য ,কর আমার সীমা লঙ্ঘন?
যদি আমার আদেশ কর ঠিকঠাক পালন,
দুনিয়ার ভোগ-বিলাস তোমায় করবে না বরন,
জোড়ালো হবে ইমান ,আর সহজ হবে মরন
কবর হবে জান্নাতি সুখের সাজানো কানন।
হিসাব সহজ হবে রোজ হাসরের দিন,
হাসি মুখে সম্মানের সাথে জান্নাতে করবে গমন,
সেখানে প্রথমেই মাছের কলিজা করবে ভক্ষন,
তারপর জান্নাতে পোষা গরুর গোশত করবে ভক্ষন
আরও করবে সালসাবিলের পানি পান।
সাথে থাকবে আরও দুধ,মধু ও শরাব পান।
দুধের নহর ,মধুর স্রোত, শরাবে নেশা নেই এখন,
শরাবে জান্নাতে মাতলামি থাকবে না কোনদিন ,
পুলকিত শান্ত মনে হবে শুধু পবিত্র শিহরন।
জান্নাতে রবে অকৃত্রিম সব বিনোদন,
তাইতো মানা দুনিয়ার বিলাসী জীবন।
জান্নাতে প্রথমে জান্নাতিহুরগন শোনাবেন গান।
জান্নাতিবাতাস আর পাতায় সৃ্ষ্টি হবে বাজনা এমন
সারা জান্নাত হুরদের সাথে সুর মেলাবে তখন,
আনন্দে মুখরিত জান্নাত,পুলকিত সব মেহমান।
যে সুর থাকবে সত্তর বছর টানা চলমান!
এর থেকে আরও ভাল চাও, আল্লাহ বলবেন?
জান্নাতিরা বলবে এরথেকেও ভাল বিনোদন?
আল্লাহ বলবে হে দাউদ! এবার তোমার সুর ,
দাউদ (আঃ) বলবেন তা দুনিয়াতে ছিল যাবুর,
এখানে তোমায় দিলাম পবিত্র কোরআন,
দাউদ (আঃ)একটি সূরা তিলাওয়াত করলেন,
জান্নাতিরা তা মুগ্ধ হয়ে শুনলেন।
এরপর আরও ভাল চাই ?তোমাদের রব বলবেন!
জান্নাতিরা বলবে মারহাবা আরও ভাল?
আল্লাহ তার প্রিয় হাবীব কে ডেকে বলবেন,
এবার তুমি শোনাও আমার কোরআন,
প্রিয়নবী শোনাবেন কোরআনের হৃদয় ইয়াছিন,
জান্নাতে ধ্বনিত হবে শান্তির সুরে কোরআন,
জান্নাতিরা বলবে সবথেকে ভাল এটাই ছিল,
আমাদের শান্তিতে ভরে গেছে দেহ মন।
আবারও আরও কিছু ভালো চাই? আল্লাহ বলবেন
জান্নাতিরা বলবে মারহাবা মারহাবা আরও
আল্লাহ বলবে পর্দা সরাও রিজওয়ান,
তারপর আল্লাহ নিজে পাঠকরবেন আররহমান,
তখন কিযে হবে জান্নাতে আল্লাহই ভাল জানেন,
কি জান্নাতি হুর? কি দুধ ও মধুর নহর?
কি সালসাবিলের পানি ?কি শরাব?
কি আরাম ? কি আয়েশ কিচ্ছু চাই না !
চাই শুধু মালিক তোমার এই দিদার।
জান্নাত ও জান্নাতিরা আজ সুখে বিভোর,
যত দেখে সে নূর সরতে চায় না নজর।
এভাবেই আল্লাহ মুমিনদের দিবেন চির সম্মান।আ

Add to favorites
536 views