কবিতা:আত্মহত্যার মিছিল -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 2, 2021
আত্মহত্যার মিছিল
জান্নাতুল ফীরদাউসী
করোনায় যতো মরলো
তার তিনগুন আত্মহত্যা করলো!
জনসংখ্যা কমাতে জন্মনিয়ন্ত্রন পিল খরচ কিছু কমলো!
বীনা অস্ত্রে বহুমুসলিম দমলো!
অস্ত্র আর চাপের মুখে হত্যার কথা নাই বা মানুষ জানলো,
মুসলিম নিধনে পরিকল্পনা সত্যি প্রশংসার দাবী রাখলো।
এই তো আমার সোনার বাংলাদেশ!
বিচার না পেয়ে মা সন্তানসহ জীবন করে শেষ!
আর কত নির্লজ্জ নগ্নতায় হবে বিচারালয়ের বেশ?
মাস্কমুখে করোনায় আক্রান্ত স্বাধীনতার রেশ!
ঘুণেখেয়ে ঝাঝরা সততা নীতির ভিত্তিগুলো আজ।
তাই লাশের মিছিলে ক্ষমতাসীনের চলে শক্তির রাজ!
নরহত্যা যেন পতঙ্গ হত্যার চেয়েও সহজ।
তাইতো অমানুষে করে মানুষ মেরে শান্তির ভোজ!
নির্যাতিতো মা বোনেরা আমিও মৃত্যুর জন্য দিনগুনি যাই!
মা তব আত্মহত্যার লজ্জায় অসহ্য বাংলার জমিনে মিশে যেতে চাই!
তবে দুঃখ করো না অচিরেই আল্লাহর সাহায্য আসবে!
সবধরনের জালিম তাদের অপরাধের যোগ্য শাস্তিতে কবরে মিশবে!

Add to favorites
448 views