কবিতা:আমের পানে দুষ্টের দৃষ্টি -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 8, 2021
আমের পানে দুষ্টের দৃষ্টি
জান্নাতুল ফীরদাউসী
গাছে আমাদের ঝুলছে আমের থোকা,
ছিড়তে ফাঁক খোঁজে পাড়ার দুষ্ট খুকি ও খোকা!
আমা পাহাড়ায় আমি বসে জানালায়,
ওরা আমাকে না দেখে আমের দিকে হাত বাড়ায়!
হাতের নাগালে আমের এমন ইশারা পেলে,
কে না হাত বাড়ায় যদি একটু সুযোগ মেলে!
জানি আমি রাস্তায় উপরের আমগুলো হবে শেষ,
খোকা-খুকু পেলে সময় রাতে বা সকালের শেষ !
তাতে আমার লাগবে না মোটেও মন্দ,
যদিও তা নিয়ে মায়ের সাথে হবে দ্বন্দ!
মা বলে খাবি তো খা তবে একটু বড় হতে দে না,
না হলে তো আমের স্বাদ বলে কিছু পাবি না।
কে শোনে কার কথা এটাই দূরন্ত কৈশোরবেলা,
সবকিছু এলোমেলো করে চলে শয়তানির মেলা!
আমের সবুজ চাহনি জিভে আনে জল,
তাইতো খোঁজে সুযোগ আছে যত দুষ্টের দল!
তবুও বলি দুষ্টগুলো সত্যিই খুবই ভালো ,
না হলে কলরবের সমাজ লাগতো ভীষণ কালো!

Add to favorites
929 views