কবিতা:কুচক্র -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 19, 2021
কুচক্র
জান্নাতুল ফীরদাউসী
মেধাবী বাঙালী বলতে কথা !
সবকিছুই আমাদের শিল্প সংস্কৃতির পাতা!
আমরা খাই না এমন কোন সন্দেশ নেই,
তাইতো করোনাকে কি করে বাদ দেই!
করোনার তান্ডবে বিশ্বকাঁপে যখন ভয়ে,
আমরা তখন করোনা পিঠা খাই নির্ভয়ে!
করোনাও এখন আমাদের রাজনৈতিক হাতিয়ার,
নতুন প্রজন্মকে তাই শিক্ষার বদলে দেই কুসংস্কার
সব থাকুক খোলা তবে শিক্ষা প্রতিষ্ঠান নয়,
নবপ্রজন্ম শিখুক না পড়েই অটো সনদ হয়!
কুশিক্ষার কুচক্রে সনদধারী নির্বোধ বাড়ুক,
নতুন মেধাবীরা আত্মপ্রকাশের আগে মরুক!
নির্বোধের আসরে অন্যায়কারীই ক্ষমতাধর
তাইতো জাতি ধ্বংসে শিক্ষাহীন পাশের খবর!
মেধাহীন জাতি নোংরা আবর্জনার ভাগার,
তাইতো চলছে দেশধ্বংসের চিকন কারবার!
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুযোগে মুসলিম পরিবার
কোরআন ও হাদিস শিক্ষায় সন্তান করো হুশিয়ার,
কুচক্রী বাধ্য হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরাতে আবার,
কারন উদ্দেশ্য যে পুরাই ব্যার্থ হতে চলেছে তার!!
একটি জীবন গড়তে সারা পৃথিবীর বই নয়,
পবিত্র কোরআন ও হাদিসই যথেষ্ঠ হয়!
যদি তা আমল,গবেষণার দৃঢ় প্রত্যয় থাকে হৃদয়ে,
মনে রেখো দেখা হবে তোমার নিশ্চিত বিজয়ে!

Add to favorites
545 views