কবিতা:গোলামের বাচ্চা গোলাম -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 7, 2021
গোলামের বাচ্চা গোলাম
জান্নাতুল ফীরদাউসী
আপনার সাথে যুদ্ধ শেষে যখন ভাবি,
ফিরবো আপনালয়,
তখন দেখি যে আশায় ফিরবো তা আসলে দেখতে আলো কিন্তু অন্ধকার বলয়!!
দ্বীন-দুনিয়ার হাজারো প্রশ্নেবাণে আহত আমার সহজ সরল মন,
একাকিত্ত নাকি ভন্ডের মেলায় তাদের সাথে ঘুড়ে দেখবো কিছু ক্ষণ !
আলোআঁধারি চিন্তার তলোয়ার ক্ষতবিক্ষত করছে আমার ভগ্নহৃদয়,
এসব থেকে মুক্তি পেতে চোখের জলে অনুনয় সদা হে মালিক হও সদয়!
তুমি না চাইলে মালিক হবে না আমার ফেরা সফলতার হাসি হেসে ,
তুমি না চাইলে এ গ্রহে রেখে যেতে পারবো না চিহ্ন আমার সকল হিসেব শেষে!
কালিমার পতাকা উড়িয়ে জগৎময় অন্যরকম আলোর ফোয়ারা ছড়াতে ব্যাকুল আমি,
পরীক্ষা নিতে নিতে হাড্ডি মাংস এক করে ভীতু করে তুলছো আমায় বিচারের স্বামী!
ইচ্ছা দিয়েছো যখন শক্তি ও পরিবেশ দিও স্বপ্নের ঠিকানায় সফল হতে,
সকল বাঁধা টুটে দিও তোমার যোগ্য, গোলামের বাচ্চা গোলাম হতে!

Add to favorites
697 views