কবিতা:চলছে বদল -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 22, 2021
চলছে বদল
#জান্নাতুল_ফীরদাউসী
কি হতে চলেছে আগামী বিশ্বে কি জানি কি ভাই ! বিজ্ঞানীদের গবেষণা বলে পালাবার পথ নাই!
নিত্য নতুন সন্দেশে হাসবো না কাঁদবো অনুভূতিরও এখন দ্বিধা দ্বন্দ তাই পিলে চমকে যাই!
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক মার্টিন ব্রান্ড শোনালেন বিস্ময়কর খবর!
সাহারার বুকে সবুজ একশত আশি কোটি গাছ কেড়েছে বিজ্ঞানীদের চিন্তা ও নজর!
এ্যান্টারকটিকার বরফ গলছে অবিরত সে তো দুঃখ নয় সেখানেও সবুজ যেন চোখ মেলে চায়!
সূর্য্যটাও রোজ একই স্থানে যায় নারে অস্ত, মিলেছে সে প্রমাণ জর্ডানের ফটোগ্রাফারের ক্যামেরায়!
সমানে বদল হচ্ছেরে দুনিয়া মিঠা পানির নদীগুলো নোনা পানিতে ভরে পরিবেশ বদলের জানান দেয়!
মানুষরুপী জানোয়ার গুলো তবু হিংস্রতাকে পুঁজি
করে নমরুদ,ফেরাউনী ট্যাগ লাগিয়ে নেয়!
এখনই সময় ভিতর থেকে বদলের, নয়তে প্রকৃতি বদলে চাপে তাপে জীবাশ্ম হবে ধরায় ,জ্বালানী হবে ওপারে!
মহাবিশ্ব বদলে বদলায় না অনাদি অনন্ত প্রেমময় ও মহাবিশ্বের একমাত্র ধারক ও বাহক সৃষ্টির স্রষ্টারে!
ছবি সংগ্রহীত:

Add to favorites
637 views