কবিতা:চিরসাথী -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 6, 2021
চিরসাথী
জান্নাতুল ফীরদাউসী
এ জীবন থাকতে তোমার যদি লাগে দ্বিতীয় জন,
তবে আমায় মুক্তি দিও তুমি সত্যিই সুজন!
সব মানতে পারি পারবো না তোমায় করতে ভাগ,
তাতে তুমি যতই করো আমার উপর রাগ!
তুমি যদি আমার হও ,তবে অন্য কারো নও,
যদি অন্যকারো হও তবে আমার থেকে দূরে রও!
সব ব্যাপারে উদার আমি তবে তব ভাগ দিতে নয়,
তাতে যদি অনুদার বল সিদ্ধান্ত বদলাবে না নিশ্চয়!
যেখানেই থাকো ভালো করে জেনে নিও ,
ভালোবাসার পুরোটাই স্ত্রীকে বুঝিয়ে দিও!
এপারে ওপারে তুমি যদি না হও চিরসাথী,
তবে দূরেই থেকো, না জ্বলুক সুখের বাতি!

Add to favorites
717 views