কবিতা:জনতার বিক্ষোভ -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 4, 2021
#জনতার_বিক্ষোভ
জান্নাতুল ফীরদাউসী
অভিসারে যায় যেসব কুলাঙ্গার,
পতিতালয়ে যারা জনপ্রিয় সবার!
তাদের দৃষ্টি স্ত্রীকে নিয়ে অবকাশযাপন,
সইতে পারলো না আর!
তাই তো কোন আলেমকে হেনস্তা করলো,
আর দেখলো জনতার বিক্ষোভের কামাল!
আর কত এভাবে আলেম ওলামাদের হেয় করবি?
জীবন শেষে জানাজা চাস না, যখন তোরা মরবি?
মনে রাখিস যতো বাড় ততো হাড়!
সময়ের জবাব বরাবর অতি চমৎকার!

Add to favorites
598 views