কবিতা:পরিকল্পনা -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 2, 2021
পরিকল্পনা
জান্নাতুল ফীরদাউসী
পরিকল্পনা !!
পরিকল্পনার যেন নেই কোন শেষ,
দুই বা একের সোনার বাংলাদেশ,
যার নেই সে করে পেতে হাহাকার,
যার আছে সে করে হত্যার কারবার!
বুদ্ধি!!
বিজ্ঞান পড়ে বুদ্ধিতো ,সীমায় থাকলো না,
অপরাধ করে তাই ,অপরাধবোধ জাগে না,
শরীর এতো সহনশীল ,অস্ত্র ছাড়া চলে না,
প্রাকৃতিক নিয়মের দুঃখ ,কেউ সইতে চায় না!
কোরআন!
কোরআন মেনে নিলেই কত কষ্ট বলো!
তাই তাগুতের পথে ফুলস্পীডে চলো!
চলতে চলতে বেলা ফুরাবার সময় হলো,
তবুও ঘাড়ত্যাড়া গোড়া হয়ে আযাবে জ্বলো!
সুন্নাহ!
সুন্দরের সবচেয়ে সুন্দর প্রকাশ সহীহ সুন্নাতে!
তবুও মানুষ তুমি উদ্ভ্রান্ত অজ্ঞতার অমাবস্যাতে!
ক্ষনস্থায়ী ধন আর শক্তিতে জুলুম করো দিনেরাতে,
একবার ভাবো ফিরত হবে সবার মত খালি হাতে!
কোরআন!
কোরআন স্রষ্টার বানী , সন্দেহ নেই তাতে!
তবে কেন কোরআন মানতে থাকো অজুহাতে ?
যে মানে তাকে কেন গুলিকরো প্রশাসনহাতে?
অন্যায়ের হবে ফয়সালা হাশর,মিজান পুলসিরাতে!
বিজ্ঞান!
তথ্যপ্রযুক্তি-জ্ঞানবিজ্ঞানের বহু উর্ধ্বে কোরআন,
কোরআনের সাথে বিরোধ করে না সত্যি বিজ্ঞান,
তবে দু’কলম জানা জ্ঞানপাপী পায় না স্রষ্টার সন্ধান
তাই মুনাফিক,মুশরিক,নাস্তিক এক,রদে কোরআন
সুন্নাহ!
যত আবিষ্কার হোক যুগে যুগে সুন্নাহধারী বহুআগে,
শূন্যেভ্রমণ করলেন তিনি নাভোযান তৈরীর আগে!
সুন্দর তার কাছে হেরে আছে ভুবন ও জান্নাতবাগে,
তাকে যারা কর অবমাননা, বিনাশ হবে স্রষ্টার রাগে
বুদ্ধি!
বিদ্যা-বুদ্ধিতে আগাতে পারে নি আজও পাঠশালা
স্রষ্টা না দিলে জ্ঞান-বুদ্ধি মানু প্রতিবন্ধী জগৎজ্বালা
কিসের এতো অহংকার আয়ু শেষে সব মৃৎডালা
শুধু মুমিন মাটিতে রবে অক্ষয় জড়িয়ে ফুলমালা!
পরিকল্পনা!
রবের থেকে উত্তম পরিকল্পনাকারী কে হতে পারে?
সকল পরিকল্পনাকারী এক হয়ে দেখাও তো তারে!
পারবে না,কখনো পারবে না,ডুবে যাবে ঘনআঁধারে
তখন আলো খুঁজে, পাবে নিজেকে পাপের পাহাড়ে
ফলাফল!
অনেক বড় বাহাদুর!মুমিন করো হত্যা ক্ষমতা দেখিয়ে,
জুলুম করে আজ বড় জালিম, শান্তি নিয়ে ছিনিয়ে!
এ সফলতা চূড়ান্ত নয় বুঝবে স্থায়ী অনন্ত জীবনে হারিয়ে!
মুমিনের চূড়ান্ত সফলতা দেখবে সেদিন চরম শাস্তি নিয়ে!
সময় এখনো হয় নি পুরো শেষ ছোট্ট এই জীবনে!
তওবা করে ফিরে এসো আলোকিতো কোরআনে!
চাইলে ‘রব’ পাবে হিদায়া মিটে যাবে পাপ এখানে,
জীবন হবে শান্তিময় দ্বন্দ-সংঘাত রবে না ভূবনে

Add to favorites
620 views