কবিতা:পালাবদল -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 19, 2021
পালাবদল
#জান্নাতুল_ফীরদাউসী
ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম।
তবু কি তোমরা ভুলবে স্রষ্টার নাম?
উত্তর বঙ্গে হঠাৎ বয়ে গেল গরম বায়,
পুড়ে গেল ধানফুল কৃষক হলো অসহায়।
দক্ষিণবঙ্গের নদ নদীতে হঠাৎ নোনা পানি,
আচানক প্রকৃতি বদল কিসের হাতছানি?
করোনায় মৃত্যুর মিছিল থামছে না দুনিয়ায়,
এদেশ মুসলিম নিধনের তান্ডব চালায় মিথ্যে বাহানায়।
প্রকৃতির পালা বদল আটকানো কি যায়?
সময়-স্রোত বেঁধে উন্নতি করা প্রহসনে মানায়!
আর কতো নীল সার্কাস দেখবো দেশ থিয়েটারে?
এবার নাফারমান বধ করে ফিরতে হবে যে ওপারে!
এপারে তুচ্ছ বিলাসীতার রঙমহলে না গড়িয়ে,
ওপারে সীমাহীন সুখের জান্নাতে মন নে ভরিয়ে।
দুনিয়াটা মুমিনের জন্য কষ্টের কারাগার,
মুত্তাকি কালিমার মশালে জালিম করবে ছারখার।
কে আছে তারে রুক্ষবে?
শিঙ্গার ফুৎকারে যে ধরা বিনাশ করবে!
পারমানবিক শক্তির যত ক্ষমতা,
ভূকম্পনের কাছে তা শুধুই অক্ষমতা।
ধ্বংসের কোন বিশেষণ দিতে চাই না,
ধ্বংসের থেকে কেউ পার পাবি না।
মুমিন ,নাফারমান সবই মরবে ধরার বুকে,
আখিরাতে নাফারমান জ্বলবে,মুমিন হাসবে সুখে।
ছবি সংগ্রহীত :

Add to favorites
538 views