কবিতা:বাঙালীভোজে শীত -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 28, 2020
বাঙালীভোজে শীত
জান্নাতুল ফীরদাউসী
কুয়াশার বেড়াজালে আটকে রবি,
দিচ্ছে উকি ঝুঁকি,
দিচ্ছে না তো উষ্ণতাময় সোনালী আলো।
এমন করেই শীতের সকাল
দিচ্ছে শীতল শীত,
প্রাণের কিছু কষ্টেও শীতটা বরাবর ভালো।
শীতে শাকসব্জীর মিলন মেলা
রসে,পিঠা ,পায়েশে
খাওয়ার নয়া আয়েশে চলে কিন্তু বেশ।
যদিও খেটে খাওয়া মানুষের,
রোজগারে লাগে চোট
তবুও ভোজনরসিক বাঙালীর দাবী শীতময় দেশ।
হিম হিম ঠান্ডায় জমে,
আগুন পোহানোর সুখ,
ধান সিদ্ধ করায় কাজের কাজীর মেলা।
শহুরেদের গ্রামে সফর সফল
শুকনা শীতের মহরায়
তাজা সব খাবারের সাথে চলে রসের খেলা।
ছেলে বুড়ো খেয়ে ঘুম
লেপ কম্বল মুড়ে
নারী ব্যস্ত উনুন,কলতলা বা ঘাটপাড়ে ।
তবুও নারী হাসে খুশিতে
প্রিয়জনের সুখে তরে
পড়ে মহৎ ভাবনার গভীর মায়ার আঁধারে!

Add to favorites
321 views