কবিতা:বিকৃত মানসিকতা -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 20, 2021
বিকৃত মানসিকতা
#জান্নাতুল_ফীরদাউসী
মানসিক ধনীতে ভরে গেছে দেশটা,
ক্ষমতার দাপটে ভুল করে বিচারটা!
পরিকল্পনায় টানে করোনার লাগাম,
বাস্তবে তা কৌতুকি খামখেয়ালির নাম!
মৃত্যুর আগেই আত্মহত্যায় মরে রোগী,
করোনার থেকেও কঠিন অসুখে ওরা ভুক্তভোগী,
রাখে না খবর তারা স্রষ্টার বিধান ভুলে,
যারা পাপের খুশিতে ডুবায়, তাদেরও রব নিবে তুলে!
করোনায় এদেশে যত মানুষ মরলো,
তার চেয়ে তিনগুন আত্মহত্যা করলো।
করোনা থেকে বাঁচতে গরীব আর মুসলিমের পিঠে লাঠি,
আত্মহত্যা ,অপহত্যা নিয়ে চিন্তা নেই লকডাউন দিয়ে মসজিদ,বিদ্যাপিঠ থেকে যাতে দূরে হাঁটি!
ওরে ও কুলাঙ্গার ! তোর স্রষ্টার ভয় কি নেই এক বিন্দু?
দুনিয়া তোদের জিঞ্জির তাই ,গড়ছি মোরা সুখের সিন্ধু!
কোরআনের বিধানে যে গড়তে আসবি ইসলামী রাষ্ট্র,
তোদের জন্য প্রস্তুত জেল জুলুম সাথে ভারত মহারাষ্ট্র!
অনেক হাফেজ, মুজাহিদ,ইসলামী চিন্তাবিদ শহীদ করেছিস তোরা ,
প্রস্তুত থাকিস পরাজিত করে কালিমার পতাকা উড়াবোই মোরা!

Add to favorites
606 views