কবিতারা ভেসে যায় -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 20, 2016
গাঢ় অন্ধকারে আচমকা চোখ দুটো জেগে উঠে
এদিক-ওদিক গিরগিটি পায়ে শিরায় রক্তের ভাঙন,
একরোখা হাতের স্পর্শে কবিতার নিঃশব্দ চিৎকারে
স্নায়ুকোষে ক্রোধের আস্ফালন
ভীষণ মন খারাপের অধর ছুঁয়ে বৃষ্টি আমায় ভিজিয়ে যায়;
একরাশ ব্যর্থতা নিয়ে অভিমানী মেঘ বুকে পুষি
এখন আর শব্দের বিনুনিতে কবিতা গোঁজা হয়না!প্রবল ইচ্ছার গায়ে দগদগে পোড়া গন্ধ; যেন
সবুজ মমতায় শাশ্বত দুঃখবিলাস!
বিষাদের দমকা হাওয়ায় পরিপাটি চুলের ভাঁজে ক্লেদ
ক্রমশ তলিয়ে যাচ্ছে কাব্যিক প্রাণে সেতারের সুর
জলের গভীর জলের রেখা
বোধের দরজায় অনাকাঙ্ক্ষিত অশ্রুপাতে বুঝি;
কবিতার নকশী কাঁথায় অক্ষরের ঝংকার আর হবেনা!
দুঃসহ অভিমানে বুকে পেরেক ঠুকে
বিভ্রান্তি নিয়ে দূরত্বের মাঝে ঘনিষ্ঠতা খুঁজি,
শূন্যতায় দেখি সবুজ অরণ্যে স্বচ্ছ জল
বেহুদা ভালবাসায় কবিতা তোমায় বুকে পুষি;অবশেষে
দিকভ্রান্ত অন্ধকারে হেরে যেতে যেতে শুনি;
সদ্য বিলুপ্ত হওয়া কবির অস্ফুট গোঙানি!
বুঝতে পারি,
আমার কবিতারা ভেসে যাচ্ছে দূষিত জলে।