কবিতার কীট -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
চৈতন্যে কুটকুট শব্দে কামড় বসায় কবিতার কীট,
সাপ বিচ্ছুর মতো বিষাক্ত নয় বলে,
চোরা বাজারে সে পোকা,
চোরাকারবারীদের ট্রিগার নিয়ে
দৌড়াদড়ির উৎসবে ঢালে না বুলেটের বীর্য।
এবার এ পোকাকে বিষাক্ত করার সময় এসেছে,
ডলারের মূল্যে উঠানামা করুক কবির স্বপ্ন,
বারবনিতার লোভের চেয়ে বেশি
দামে বিক্রিহোক কামুক কবির বিষাক্ত লার্ভা,
তাহলেই চাষ হবে দামী কবিতার,
আরেকটি দামি বিষের,
আরোগ্য হবে চেতনার নির্জীব শিরা-উপশিরা,
কাঁটা দিয়েই তোলা হবে আরেকটি কাঁটা,
যে পোকা বিষাক্ত নয় তারে,
পিষে মারে শিশু সারল্যের পৈচাশিক আনন্দে,
কবিতা প্রসব হোক নিয়ত গারলিক অলংকারে।

Add to favorites
340 views