কবিতার সুন্দরী -
মোঃ আরিফ হোসেন সর্দার
Published on: অক্টোবর 10, 2017
তোমার গায়ে স্বর্গের দ্যুতি খেলা করে।তোমার গায়ে চাঁদের জোছনা খেলা করে।
#
তুমি যেদিন নেমে এলে পৃথিবীতে সেদিন স্বর্গের হুর-পরীরা পৃথিবীতে নেমে এসছিল।
#
তোমাকে পেয়ে ধরনী বলেছিল, আমি আজ ধন্য আজ আমার বাতাসে নীল জোনাকীর আলো ভেসে বেড়ায়।

Add to favorites
602 views