কবিতা:সাক্ষাৎকার -
Jannatul Ferdousi
Published on: মে 19, 2021
সাক্ষাৎকার
জান্নাতুল ফীরদাউসী
প্রাথমিক সাক্ষাৎকার জটিলতায় চমৎকার,
রহস্যমেঘ ভেদিয়া হয়নিতো সবকিছু পরিস্কার!
আজি তপ্ত রোদের মেলায় সুগন্ধার পাড়ে,
বকুল তলে শ্যামল ছাঁয়ে দেখলাম তারে!
শ্যামবরনে বিশেষ ধরনে অপলক অবিরাম দৃষ্টি,
আকাশে সাদা নীলের ছড়াছড়ি অপূর্ব স্রষ্টার সব সৃষ্টি!
দেখে না কিছুই এ নয়ন, দেখে যে, সে আবেগী মন,
আবেগী দৃষ্টিতে থাকতে পারে ত্রুটির আলোক বিচ্ছুরণ!
সাদা সাদা- সহজ-সোজা বিষয়গুলো তো আকস্মাৎ হয় ভয়াল কালো,
জীবন থেকে সব রঙ বিবর্ণ হয়ে হারিয়ে যায় শেষে স্বপ্নের একমুঠো আলো!
ভাবনার সুগন্ধায় মন কেবলি ডুবে ডুবে ভাসে,
অনিশ্চিত যাত্রার নিশ্চিত যাত্রী অন্তর কাঁপে ত্রাশে!
প্রাকৃতিক ঝড় তুফানে ডানাভাঙা পাখির ভয়,
হৃদয়ছোঁয়া দখিণা হাওয়া যদি ভোলবদলের ঝড় হয়!
সাজানো পৃথিবীটা বড্ডবেশি অগোছালো,
সময়ের প্রশ্নে মন খন্ড বিখন্ড হয়ে যেন এলোমেলো!

Add to favorites
865 views