কবিতা:সুচিন্তা -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 6, 2021
সুচিন্তা
জান্নাতুল ফীরদাউসী
স্ব-স্ত্রী থাকতেও যার লাগে ভিন্ন নারী,
তারে আমি শতমুখি দিয়ে সদা ঝাড়ি!
স্বামী থাকতেও যার লাগে পর পুরুষ,
তার জন্য ছেড়া চটির দমদার দুরুস!
চার নয় পারলে একের করো সুগতি,
তবেই তোমার দূর হবে যত দুর্গতি!!
নফসের তাড়না ধর্মের নামে না চালাও,
ধর্ম তারও নফসকে তা ভালো করে বুঝাও!
স্ত্রী যদি আল্লাহর আরশে তোলে অভিযোগ,
পার পাবে না তুমি আলিম কিবা মহৎ লোক!
দ্বীনের ব্যাপারে যদি স্ত্রী না হয় তব যোগ্য,
তবে সে ব্যাপারে চূড়ান্ত করে থেকো আরোগ্য!
ভিন্ন কোন অজুহাতে জুলুম কর যদি স্ত্রীর সাথে,
এ জীবন কেন পরজনমেও মুক্তি মিলবে কি তাতে?

Add to favorites
546 views