কবিতা:হাজারো প্রশ্ন -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 1, 2021
হাজারো প্রশ্ন
জান্নাতুল ফীরদাউসী
লোকে বলে ইমানদার তারে খুব,
তার ইমান আমল শুনে তার সান্নিধ্য পেতে মন দিল ডুব,
যে মুখে শুনি কোরআন আর হাদিসের বানী,
সেমুখ বদলে যায় পেলে নিরব রজনী।
আমি চিন্তায় ডুবি ভাসি আখলাক নিয়ে তার,
যদিও তার আমল সত্যিই চমৎকার!
তার আমল আর অধ্যায়নের জ্ঞান,
কেড়ে নেয় আমার জ্ঞানপিপাসু মনপ্রাণ!
যদিও কারো চরিত্র বোঝা দায়!
তবুও কথা কাজে কিছু প্রকাশ পায়!
ঝুলন্ত জোড়া মৌচাক দেখলেই তার লালা ঝড়ে,
সুযোগ পেলে টিপে মৌ বের করে গলাধকরন করে!
চুম্বককূপ পেলেই তাতে তার লৌহপাইপ প্রবেশ করায়,
তারপর ইচ্ছামত আঘাত করে জলে কূপ ভরায়!
কী করে আল্লাহ ভীরু জমি পেলেই চাষ করে?
কী করে কূপ পেলেই পাইপ ঢুকিয়ে জল ভরে?
প্রশ্নেরা আমার মগজ কুড়কুড় করে খায়!
সত্যি কি ইমানদার সাওম-সালাতকারী চু্ম্বক কূপ পেলেই পাইপ ঠেলে ঢুকায়? জোড়া মৌচাক পেলেই টিপে , চুষে মধু খায়?
খোলা জমি পেলেই কি কোন চাষী চাষে ব্যস্ত হয়?
ইমানদার তো ব্যস্ত রবে ইমান চাষে অবৈধ ভূমি চাষে নয়!
উহ! আমার মাথার তারগুলো ছিড়ে যেতে চায় এসব চিন্তায়, নেকআমলী চাষীর যে সন্ধান পেলাম তা কি সত্য না ভরা মিথ্যায়?
আমি পাগল হয়ে যাচ্ছি প্রশ্নরা আমায় গিলে খায়,
আবার সে পেলেও আপাদমস্তক চিবিয়ে খায়,
তনুমন তীব্র বিষেবিষাক্ত হয়ে উঠছে ,
অসহ্য উষ্ণ বাষ্পজলে চু্ম্বক কূপ টগবগ করে ফুটছে!
হে আমার রব একান্ত তোমার পক্ষ থেকে আমায় সাহায্য করো,
আমার সব প্রশ্নের কল্যাণকর সমাধান দিয়ে আমায় মুক্ত করো,
হে আল্লাহ আমায় ধৈর্য্য ঢেলে দাও আর ইবাদাতে স্থির করো,
আমার নফসের অকল্যাণগুলোকেও কল্যাণে পরিবর্তন করো,
আমি তৃষিত আমায় তোমার রহম ও শান্তির বরষায় ভিজাও,
আমার অস্থিরতা, দুর্বলতাকেও শক্তিতে পরিনত করে দাও।
আমীন

Add to favorites
479 views