কবিতা:হীনচক্রান্ত -
Jannatul Ferdousi
Published on: মার্চ 22, 2021
হীনচক্রান্ত
জান্নাতুল ফীরদাউসী
ওরে কাফির ,মুশরিক ও মুনাফিক এক হয়ে যাও
মুমিন মুসলিমদের কলিজায় চরম আঘাত দাও।
তবে মনে রাখিস আহত মুসলিমের পাল্টা আঘাত,
তোদের পৌঁছে দিবে জাহান্নামে কাটাতে মধুর রাত!
ওরা হীনচক্রান্তকারী,জঘন্য নরাধম ও বদ,
তাই কোরআনের আয়াত করতে চায় রদ,
আরে জ্ঞানপাপী গোবর সার খাওয়া বলদ
বদলে ফেল তোদের এ হীন চিন্তার গলদ।
পৃথিবীর কোন আদালত তো দূর কী বাথ,
সবকুচক্রীমহল মিলেও এক আয়াত দে তো বাদ!
শান্তিতে যদি না থাকতে চায় তোদের নোংরা প্রাণ।
তবে বিরোধিতা কর মুমিনের সংবিধান কোরআন।
কোরআন এর ২৬আয়াত কেন একটি যবরও হবে না রদ,
যে বা যারা করবি এমন দাবী মুসসলীম করবে তাদের বধ!

Add to favorites
529 views